• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সচিব হলেন ৩ কর্মকর্তা

প্রকাশ:  ২৬ এপ্রিল ২০১৮, ১৯:১১ | আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১৯:৫৪
নিজস্ব প্রতিবেদক

ভারপ্রাপ্ত সচিব ও সমমর্যাদায় কর্মরত জনপ্রশাসনের তিন কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

প্রশাসনে পূর্ণ সচিব হয়েছেন সরকারের তিন কর্মকর্তা। তারা হলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ফয়েজ আহম্মদ, বাংলাদেশ ট্যারিফ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহির উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য শামীমা নার্গিস।

সম্পর্কিত খবর

    বাংলাদেশ সরকার এই তিন কর্মকর্তাকে পূর্ণ সচিব পদে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই তিন কর্মকর্তাই বর্তমানে ভারপ্রাপ্ত সচিব ও সচিবের পদ মর্যদায় ট্যারিফ কমিশন ও পরিকল্পনা কমিশনে কর্মরত রয়েছেন।

    প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতি পাওয়া এই তিন কর্মকর্তাকে তাদের বর্তমানে দফতরেই পদায়ন করা হয়েছে।

    জনপ্রশাসনে বর্তমানে সিনিয়র সচিব, সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদায় কর্মকর্তা রয়েছেন মোট ৮১ জন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close