• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাগীব আলীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

প্রকাশ:  ১৭ মে ২০১৮, ২০:০২ | আপডেট : ১৭ মে ২০১৮, ২০:১৮
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

সিলেটের কথিত ‘দানবীর’ শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আড়াই কোটিরও বেশি পরিমাণ টাকা আত্মসাতের একটি মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ মে) দুপুরে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী এই অভিযোগ গঠন করেন।

রাগীব আলীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী মোহাম্মদ আলী। তিনি জানান, ২০১৭ সালের ৩ এপ্রিল সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে রাগীব আলীর বিরুদ্ধে ২ লাখ ১৫ হাজার ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি টাকা আনুমানিক দুই কোটি ৭৯ লাখ ৫০ টাকা) আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করেছিলেন আখলাকুর রহমান গুলজার।

প্রসঙ্গত, রাগীব আলী ও তার ছেলে সিলেটের তারাপুর চা বাগান দখল ও আত্মসাতের দুটি মামলায় অভিযুক্ত হয়ে কয়েক মাস কারান্তরীণ ছিলেন। বর্তমানে তারা জামিনে আছেন।

/এফআইজে

রাগীব আলীর বিরুদ্ধে আদালতে চার্জ গঠন,রাগীব আলী,আদালত,চার্জ গঠন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close