• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

যানজটে প্রতিবছর ক্ষতি ৩৭ হাজার কোটি টাকা

প্রকাশ:  ২০ মে ২০১৮, ০০:৪৭
নিজস্ব প্রতিবেদক

দেশের সড়ক ও মহাসড়কে যানজটের কারণে প্রতিবছর ক্ষতি হচ্ছে ৩৭ হাজার কোটি টাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ও রোড সেফটি ফাউন্ডেশনের আয়োজনে শনিবার ২১ মে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞরা যানজট কমানোর জন্য মহানগরীর রাস্তায় বাসের জন্য দ্রুত চলার আলাদা লেন তৈরি এবং ঢাকা মহানগরের ভেতরে রেললাইন সরিয়ে নেওয়ার পরামর্শ দেন।

ঢাকা মহানগরীতে যানজটে প্রতিদিন ৩৮ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় বলে ২০১৭ সালে বিশ্বব্যাংক হিসাব দেখিয়েছিল; এক বছর পর বুয়েটের এক গবেষণায় বলা হয়েছে, এই অঙ্কটি ৫০ লাখ কর্ম ঘণ্টা। এই হিসাবে যানজটে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ ৩৭ হাজার কোটি টাকা। যা জাতীয় বাজেটের ১১ ভাগের এক ভাগ।

এ প্রসঙ্গে দূর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটির পরিচালক অধ্যাপক ড. মোয়াজ্জেম হোসেন বলছেন, নগরের যানজট যদি ৬০ শতাংশ কমানো যায় তবে ২২ হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব।

যানজট,দুর্ঘটনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close