• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রমজানে সরকারি অফিসে ঘুষ ঠেকাতে মাঠে দুদক

প্রকাশ:  ২১ মে ২০১৮, ১৪:৫৩ | আপডেট : ২১ মে ২০১৮, ১৫:১৬
নিজস্ব প্রতিবেদক

রমজানে বিভিন্ন সরকারি অফিসে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পুরো রমজানজুড়ে আকস্মিক এই অভিযান চালাবে সরকারের এ সংস্থা। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ অভিযানের কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘুষ-দুর্নীতি প্রতিরোধ এবং ঝামেলাবিহীন সেবা নিশ্চিত করার লক্ষ্যেই দুদক এ অভিযান পরিচালনা করবে। এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যেই দুদকের পক্ষ থেকে ঘুষ-বিরোধী দু’টি পৃথক টিম গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, দুই সদস্যের সমন্বয়ে গঠিত প্রতিটি টিমের নেতৃত্বে রয়েছেন দুদকের সহকারি পরিচালক পর্যায়ের একজন কর্মকর্তা। তবে মহাপরিচালক (ডিজি) পর্যায়ের একজন কর্মকর্তা টিমগুলোর সার্বিক কার্যক্রম সমন্বয় করবেন।

এ প্রসঙ্গে দুদক এনফোর্সমেন্ট অভিযান সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত মহাপরিচালক (প্রশাসন) মুনীর চৌধুরী জানান, কিছু সরকারি অফিস-আদালতে ঈদের আগে ঘুষের প্রবণতা বেড়ে যায়। এসব অনাচার বন্ধ করতে অফিসগুলোকে নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজনে ট্র্যাপ কেসের মাধ্যমে ঘুষ আদান-প্রদান হাতেনাতে ধরা হবে।

অডিট অফিসে ঘুষ, বকশিস ছাড়াই বিলসমূহ যেন যথাসময়ে পাস হয়, তা নিশ্চিত করতেও এ অভিযান চালানো হবে বলে জানান তিনি।

ওএফ

সরকারি,রমজান,অফিস,ঘুষ,দুদক,মাঠ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close