• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজীবের ক্ষতিপূরণের আদেশ স্থগিত

প্রকাশ:  ২২ মে ২০১৮, ১১:২৪ | আপডেট : ২২ মে ২০১৮, ১৩:০২
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানোর পর প্রাণ হারানো রাজীবের দুই ভাইকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ঘটনায় দোষীদের খুঁজে বের করতে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হাসানের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

সোমবার (২১ মে) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদেস্যর আপিল বিভাগের বেঞ্চ বিআরটিসির আবেদনের ওপর শুনানি শেষে এ বিষয়ে মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেন।

বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

আদালতে বাস মালিকদের পক্ষে আইনজীবী ছিলেন আবদুল মতিন খসরু ও এ বি এম বায়েজীদ। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার মুনীরুজ্জামান। অন্যদিকে, রাজীবের পরিবারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

/এসএম

রাজীব,ক্ষতিপূরণ,হাইকোর্ট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close