• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

প্রকাশ:  ২৩ মে ২০১৮, ১২:৪৭
সম্রাট কবির

রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর বাকি মাত্র ২২ দিন। তার আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা। হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ গোলরক্ষক সার্জিও রোমেরো। শিগগিরই তার বিকল্প গোলরক্ষকের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

সম্পর্কিত খবর

    ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা রোমেরা আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে সবচেয়ে বেশি (৮৩) ম্যাচ খেলেছেন। মঙ্গলবার বুয়েনস এইরসে অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পান। পরীক্ষার পর তার ডান হাঁটুতে ‘ব্লকেজ’ ধরা পড়েছে। এজন্য অস্ত্রোপচার করাতে হবে।২৩ সদস্যের আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে রোমারোর পাশাপাশি আরও দুই গোলরক্ষক রয়েছেন। তারা হলেন চেলসির উইলি ক্যাবালেরো ও রিভারপ্লেটের ফ্রাঙ্কো আরমানি। তবে রোমেরোর বিকল্প হিসেবেও আরেক গোলরক্ষককে দলে নিচ্ছে আর্জেন্টিনা।

    তাইগ্রেসের গোলরক্ষক নাহুয়েল গুজম্যানকে দলে অন্তর্ভূক্তি করা হবে বলে জানিয়েছে এএফএ । আগামী ১৬ জুন বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে মেসিরা। ‘ডি’ গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া। /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close