• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাজশাহীতে পুলিশের গুলিতে নারী মাদক ব্যবসায়ী আহত

প্রকাশ:  ২৩ মে ২০১৮, ২৩:২৬
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে পুলিশের গুলিতে এক নারী মাদক ব্যবসায়ী আহত হয়েছে। আজ রাত নয়টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা সংলগ্ন টুলটুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার রাত ৯টার দিকে কাশিয়াডাঙ্গা সংলগ্ন টুলটুলিপাড়া এলাকার চার খুঁটার মোড়ে পুলিশ ভ্যান থেকে পালানোর সময় তিনি গুলিবিদ্ধ হন।

তিনি নগরীর একই এলাকার এরাজ আলী ভিকুর স্ত্রী আজিজা খাতুন (৪০)।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টুলটুলি পাড়া এলাকার গ্রেফতারী পরওয়ানা ভূক্ত আসামী আজিজাকে গ্রেফতার করতে যায় পুলিশ। গ্রেফতারের সময় পুলিশকে লক্ষ্য করে হাসুয়া নিয়ে তেড়ে আসে আজিজা। পরে পুলিশ তাকে তার বাড়ি থেকে ইয়াবাসহ ধরে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যাচ্ছিল।

থানায় আসতে খবর পাই চার খুঁটা মোড়ে বেশ কয়েকজন যুবক মারামারিতে লিপ্ত হয়েছে। পরে সেখানে গিয়ে পুলিশ ভ্যানে থাকা সদস্যরা ওই হাঙ্গামা থামানোর চেষ্টা করতে থাকে। এই সুযোগে পাহারত নারী পুলিশ সদস্যকে ধাক্কা মেরে হ্যান্ডকাপহীন অবস্থায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে আজিজা। তখন বাধ্য হয়ে পুলিশ সদস্য তাকে গুলি করে। গুলিটি ডান পায়ে লেগেছে।

আহত ওই মাদক ব্যবসায়ীকে রামেক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

মাদক ব্যবসায়ী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close