• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

তিন ঘণ্টার মামলা চলছে তিনদিন ধরে: মাহবুব

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ১৫:১৮
নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুমিল্লার নাশকতা মামলায় অ্যাটর্নি জেনারেলের ইচ্ছাকৃত সময়ক্ষেপণে জামিন পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

তিনি বলেন, যে মামলা তিন ঘণ্টার বেশি দরকার হয় না। সেই মামলা তিন দিন ধরে চলছে। এটা আমাদের দুর্ভাগ্য।

উচ্চ আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খন্দকার মাহবুব হোসেন এ কথা বলেন। বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে এই মামলার জামিন শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

খন্দকার মাহবুব হোসেন বলেন, অ্যাটর্নি জেনারেলের ইচ্ছা মতো যদি আদালত চলে তাহলে আমাদের কিছু করণীয় নয়। আইনের শাসনের নামে বাংলাদেশে দুঃশাসন চলছে। অ্যাটর্নি জেনারেল সাহেব যা বলেন, সেটাই বাস্তবে পরিণত হয়।

গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। জামিন পেলেও তিনি মুক্তি পাননি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন নিম্ন আদালত। এ মামলার অপর আসামি খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি পাঁচজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা জরিমানাও করা হয়।

রায়ের পর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেখানে রাখা হয়েছে।

অভি

মামলা,বিএনপি,খালেদা জিয়া,খন্দকার মাহবুব হোসেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close