• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কড়াইল ও টিটিপাড়ায় অভিযান, ৩০ হাজার ইয়াবাসহ আটক ৫২

প্রকাশ:  ২৭ মে ২০১৮, ০১:৩০
নিজস্ব প্রতিবেদক

রাজধানী মহাখালীর কড়াইল বস্তি ও কমলাপুরের টিটিপাড়া বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। এসময় কড়াইল থেকে ৩০ জন ও টিটিপাড়া থেকে ২২ জনকে আটক করা হয়েছে।। উদ্ধার করা হয়েছে ৩০ হাজার পিস ইয়াবা ও এক মণ গাঁজা।

শনিবার (২৬ মে) রাত ৮টার পর থেকে শুরু হওয়া এই অভিযান চলে মধ্য রাত পর্যন্ত। কড়াইল বস্তিার অভিযানে অংশ নেয় ডিএমপির এক হাজারের বেশি পুলিশ সদস্য। কমলাপুরের টিটি পাড়ায় অভিযানে নেতৃত্ব দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।

অভিযান শেষে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব তথ্য জানিয়ে বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অবস্থান রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, মাদক নির্মূলে গড ফাদারদের তালিকা নিয়েই মাঠে নেমেছে পুলিশ। নগরীকে মাদকমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

এর আগে শনিবার সকালে একাধিক টিমের দুই শতাধিক র‌্যাব সদস্য নিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে প্রবেশ করে। ডগ স্কোয়াড নিয়ে পুরো জেনেভা ক্যাম্প সুইপিং করা হয়। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনের সন্দেহে আটক করা হয় ৫০০ জনকে। এর মধ্যে ৩৪৭ জনকে ছেড়ে দিয়েছে র‌্যাব।

মে মাসের প্রথম সপ্তাহে দেশজুড়ে পুলিশ ও র‍্যাবের মাদকবিরোধী এ অভিযান শুরু হয়। এ বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা এখন প্রায় ৭০-এ দাড়িয়েছে। চলমান মাদকবিরোধী অভিযানে শুক্রবার রাতে আরও অন্তত নয় জন নিহত হয়েছে।

কড়াইল,মাদকবিরোধী অভিযান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close