• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রিয়াল-লিভারপুল ফাইনালের প্রথমার্ধ গোলশূন্য

প্রকাশ:  ২৭ মে ২০১৮, ০২:০৪
স্পোর্টস ডেস্ক

ইউরোপের সেরা ক্লাবগুলোর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। দুই দল একাধিক আক্রমণ করলেও প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যতেই।

এর আগে শনিবার দিবাগত রাত পৌনে একটায় ইউক্রেনের কিয়েভ অলিম্পিয়ক স্টেডিয়ামে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব লিভারপুলের মধ্যকার এই ম্যাচ শুরু হয়।

ফাইনালে দু’দলের পাশাপাশি নজর ছিল দুজন তারকার দিকেও। একজন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রিয়ালের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। অপরজন নতুন করে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী লিভারপুলে খেলা মিশরের তারকা মোহাম্মদ সালাহ। তবে প্রথমার্ধের শেষ দিকে মোহাম্মদ সালাহ ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন।

ফাইনালের পথে রিয়ালের হয়ে সর্বোচ্চ ১৫ গোল করেছেন রোনালদো। এছাড়া সহযোগিতা করেছেন আরও তিনটি গোলে। তিনি এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের ২০১৭-১৮ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা। অপরদিকে সালাহ ১০ গোল করার পাশাপাশি ৪টি গোলে সহযোগিতা করে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।

রিয়াল-লিভারপুল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close