• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

বাংলাদেশের 'হালদা' সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা ছবি

প্রকাশ:  ২৮ মে ২০১৮, ১২:১৮ | আপডেট : ২৮ মে ২০১৮, ১২:২৩
নিজস্ব প্রতিবেদক

তৌকীর আহমেদ পরিচালিত বাংলাদেশের ছবি 'হালদা' ৮ম সার্ক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র বিভাগে পুরস্কার জিতেছে । এছাড়াও সেরা চিত্রগ্রহণ, সেরা সম্পাদনা ও সেরা সংগীত শাখায় পুরস্কার জিতেছে ছবিটি।

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ, চিত্রগ্রহণে ছিলেন এনামুল সোহেল এবং সম্পাদনার দায়িত্ব পালন করেছেন অমিত দেবনাথ। রবিবার উৎসবের সমাপনী দিনে সবার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন তৌকির আহমেদ। তার হাতে পুরস্কার তুলে দেন শ্রীলংকায় সার্ক কালচারাল সেন্টারে সার্ক কালচারাল সেন্টারের ঊর্ধতন কর্মকর্তা ও উৎসব কর্তৃপক্ষ।

গত বছর ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘হালদা’ চলচ্চিত্রটি বাংলাদেশের প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীকেন্দ্রিক জেলে জীবনের বিপন্নতা নিয়ে নির্মিত হয়েছে। 'হালদা ছবিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, তিশা, জাহিদ হাসান, রুনা খান, দিলারা জামান, শাহেদ আলী প্রমুখ।

প্রসঙ্গত, পুরস্কারপ্রাপ্তির খবরটি তৌকীর তার ফেসবুকে ছবিসহ শেয়ার করেছেন। সেখানে দেখা গেছে, তৌকীর আহমেদ চারটি ট্রফি বুকে আগলে রেখেছেন। উৎসবের গত আসরে তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রটি সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছিল।

/এ আই

তৌকীর আহমেদ,হালদা,৮ম সার্ক চলচ্চিত্র উৎসব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close