• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

আফগানিস্তানে ঈদ জমায়াতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৬

প্রকাশ:  ১৮ জুন ২০১৮, ০৯:৩৯ | আপডেট : ১৮ জুন ২০১৮, ১০:২৩
আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব আফগানিস্তানের নানগরহর প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৬৫ জন। তালেবান ও আফগান নিরাপত্তা বাহিনীর একটি ঈদের জামায়াতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬৫ জন। হতাহতের অধিকাংশই তালেবান যোদ্ধা ও বেসামরিক লোকজন। খবর: আলজাজিরা

শনিবার (১৬ জুন) আফগানিস্তানের নানগারহারে প্রদেশের বাতিকোট জেলায় এ বোমা হামলার ঘটনা ঘটে। এদিন নানগরহরে জড়ো হওয়া সৈন্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তালেবান ও আফগান বাহিনীর মধ্যে ৩ দিনের অস্ত্র বিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো। উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস বা দায়েশ এ হামলার দায়িত্ব স্বীকার করেছে। তবে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি সন্ত্রাসী গোষ্ঠীটি। এ হামলার কারণ এখনো অজানা।

হতাহতদের মধ্যে বেসামরিক লোক, নিরাপত্তা বাহিনীর সদস্য ও তালেবানদের সদস্য রয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক সরকারের মুখপাত্র আত্তাউল্লাহ খোগিয়ানি।

আত্তাউল্লাহ খোগিয়ানি বলেন, জালালাবাদ থেকে ২৫ মিলোমিটার দূরে রোদাত জেলায় এই হামলা চালানো হয়। পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে এক অনুষ্ঠান উদযাপনে তারা সেখানে জড়ো হয়েছিলেন।

ওএফ

আত্মঘাতী বোমা হামলায়,নিহত,আহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close