• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

অবশেষে বিসিবি’র সুমতি!

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১৫:৪৩ | আপডেট : ২০ জুন ২০১৮, ১৫:৪৬
নিজস্ব প্রতিবেদক

এশিয়া কাপের শিরোপাজয়ী মেয়েরা অনুশীলনের জন্য লোকাল বাসে চড়ে স্টেডিয়ামে গেলেও ফিরেছেন মাইক্রোবাসে চড়ে।

বুধবার (২০ জুন) সকালে নারী ক্রিকেটারদের ‘লক্কড়ঝক্কড়’ লোকাল বাসে যাতায়াতের খবর প্রকাশিত হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তাদের জন্য তিনটি মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়।

বিসিবির ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারী ক্রিকেট দলের বাস বদল করে শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাস দেওয়া হয়েছে। তারা আজই অনুশীলন শেষ করে বিকেলে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম ছাড়বে। মাইক্রোবাসে করে তাদের বিমানবন্দরে নেওয়া হবে। প্রধানমন্ত্রী তাদের সংবর্ধনা দেবেন। ২৩ জুন আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়বে নারী ক্রিকেট দল।

-একে

নারী,নারী ক্রিকেট দল,বিসিবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close