• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অন্তিম মুহূর্তের গোলে স্বস্তির জয় জার্মানির

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ০১:৫৮ | আপডেট : ২৪ জুন ২০১৮, ০২:০১
স্পোর্টস ডেস্ক

অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে গোল করে জার্মানিকে স্বস্তির জয় এনে দিলেন টনি ক্রুস। এই জয়ে দ্বিতীয় পর্বের স্বপ্ন জিইয়ে রাখলো তারা।

বাঁচা-মরার ম্যাচে সুইডেনের বিপক্ষে প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মার্কো রিউসের গোলে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা।

পরের রাউন্ডে যেতে জিততেই হবে, হার বা ড্র করলেই বাদ- এমন কঠিন সমীকরণের মুখে ম্যাচের প্রথমার্ধে হিসাব মেলাতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩২ মিনিটে ওলা টয়ভোনেনের গোলে এগিয়ে যায় সুইডেন।

শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গোলের দেখা পাচ্ছিল না জার্মানি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণের ধার আরও বাড়ায় তারা। ফলস্বরূপ ম্যাচের ৪৮ মিনিটে রিউসের গোলে স্বস্তি ফেরে জার্মান শিবিরে।

এরপর থেকেই তারা মুহূর্মুহু আক্রমণে ব্যতিব্যস্ত করে রাখে সুইডশ রক্ষণভাগ। তবে কিছুতেই মিলছিলো না গোলের দেখা। অবশেষে নির্ধারিত ৯০ শেষে যোগ হওয়া অতিরিক্ত ৫ মিনিটের শেষ সময়ে টনি ক্রুসের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মানি। -একে

বিশ্বকাপ,জার্মানি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close