• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ক্লিনিকে এসি বিস্ফোরণে দগ্ধ চিকিৎসক-রোগী

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ১০:১৬
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে একটি ক্লিনিকের এসি বিস্ফোরণে চিকিৎসক ও রোগী দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।

শনিবার (২৩ জুন) রাতে মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- রাজধানীর শিকদার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ নজরুল হুদা (৪৫) এবং সাভারের একটি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুল হক (৫০)। তাদের দুজনের বাসা মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে।

হাসপাতালে দগ্ধ চিকিৎসক নজরুল হুদা জানান, মোহ্ম্মদপুর হাউজিং সোসাইটিতে সৈয়দ ডেন্টাল নামে একটি ক্লিনিক আছে তার। রাতে দাঁতের চিকিৎসা করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। পরে তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল সাংবাদিকদের জানান, এতে দুজনেরই মুখ ও দুই হাত ঝলসে গেছে। তবে মাহবুবুল হক একটু বেশি আহত হয়েছেন।

/এসএম

ক্লিনিক,বিস্ফোরণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close