• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

খালেদার জামিন বহাল থাকবে কিনা, জানা যাবে ২ জুলাই

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ১২:৪৩ | আপডেট : ২৪ জুন ২০১৮, ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় বাসে পেট্রল বোমা হামলা চালিয়ে আট জনকে হত্যার ঘটনায় করা দুই মামলায় বেগম খালেদা জিয়া জামিন বহাল থাকবে কিনা তা আজই জানা জায়নি। এ বিষয়ে জানতে অপেক্ষায় থাকতে হচ্ছে আরও আট দিন। আগামী ২ জুলাই (সোমবার) আদেশ দেবে আপিল বিভাগ।

একই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় শুনানির জন্য সোমবার (২৫ জুন) দিন ধার্য করা হয়েছে।

পূর্বপশ্চিম বিশ্বকাপ কুইজে অংশ নিতে ক্লিক করুন।

জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে রোববার (২৪ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আর খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

২০১৫ সালের শুরুতে বিএনপি-জামায়াত জোটের সরকার পতনের আন্দোলনের সময় ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রল বোমা হামলা হয়। এতে আট জন যাত্রী নিহত হন।

এই ঘটনায় করা দুটি মামলায় খালেদা জিয়াকে করা হয় হুকুমের আসামি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে খালেদা জিয়া। এই সাজার বিরুদ্ধে আপিলের পর বিএনপি প্রধান জামিনও পেয়েছেন। তবে তার মুক্তির জন্য কুমিল্লার দুই মামলাসহ আরও অন্তত ছয়টি মামলায় তাকে জামিন পেতে হবে।

গত ২৮ মে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ কুমিল্লার এই দুই মামলায় খালেদা জিয়াকে জামিন দেন। সেদিনই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

ওই আবেদনের শুনানি নিয়ে গত ২৯ মে আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত রেখে ৩১ মে পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির আদেশ দেন। সেদিন শুনানির পর আপিল বিভাগ খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত রেখে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে আদেশ দেয়। পরে এই মামলায় শুনানির দিন নির্ধারণ হয় ২৪ জুন।

এই দুটি মামলা ছাড়াও কুমিল্লাতেই পুলিশ ভ্যান পুড়িয়ে দেয়ার এক মামলা, মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিরুপ মন্তব্যের প্রতিক্রিয়ায় নড়াইল আদালতে একটি এবং ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগ আর চিহ্নিত স্বাধীনতাবিরোধীদের মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেয়ার অভিযোগে মানহানি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে খালেদা জিয়ার বিরুদ্ধে।

/এসএম

খালেদা,জামিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close