• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

নিলামে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ‘বাগানবাড়ি’

প্রকাশ:  ২৪ জুন ২০১৮, ১৮:৫১
মৌলভীবাজার প্রতিনিধি

আইএফআইসি ব্যাংকের ৮৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৬২ টাকা পরিশোধ না করায় বিএনপি আমলের সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের বাগানবাড়ি হিসেবে পরিচিত ‘দুসাই হোটেল এন্ড রিসোর্ট’ নিলামে উঠছে। আগামী ২৭ জুন রিসোর্টটি নিলামে তোলা হবে। সাবেক অর্থমন্ত্রীর ছেলে এম নাসের রহমান বর্তমানে রিসোর্টটির ব্যবস্থাপনা পরিচালক।

‘দুসাই হোটেল এন্ড রিসোর্ট’ নিলামের বিজ্ঞপ্তি গত শনিবার (৫জুন) একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম নাসের রহমান, এম কায়সার রহমান, এম শফিউর রহমান, মেয়ে সাইফা রহমান সিদ্দিকী ও এম নাসের রহমানের মেয়ে ফারহীন আমিরাহ রহমানের কাছে আইএফআইসি ব্যাংক ২০১৮ সালের ৩১ মার্চ পর্যন্ত সুদসহ ৮৭ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ৮৬২ টাকা ৭০পয়সা পাওনাদার। ওই টাকা পরিশোধ না করায় রিসোর্টটি নিলামে তোলার ঘোষণা দেওয়া হয়। আগামী ২৭ জুন দুপুর সাড়ে ১২টায় পুরানা পল্টনে ব্যাংকটি প্রিন্সিপাল শাখায় দরপত্র খোলা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্পর্কিত খবর

    এ বিষয়ে জানতে চাইলে ‘দুসাই হোটেল এন্ড রিসোর্ট’ এর ব্যবস্থাপনা পরিচালক এম নাসের রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের চাপের মুখে আইএফআইসি ব্যাংক নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে। তবে আশা করছি আগামী সপ্তাহের মধ্যে বিষয়টির সমাধান হয়ে যাবে।

    জানতে চাইলে আইএফআইসি ব্যাংকের প্রিন্সিপাল শাখার ম্যানেজার (ক্রেডিট) শফিউদ্দিন জানান, ব্যাংক থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ না করায় পাওনা টাকা আদায়ে নিয়ম অনুযায়ী ‘দুসাই হোটেল এন্ড রিসোর্ট’ নিলামে তোলা হচ্ছে।ব্যাংকের আইন বিভাগ বিষয়টি তদারকি করছে। আগামী ২৭ জুন দরদাতাদের উপস্থিতিতে এই নিলাম অনুষ্ঠিত হবে।

    প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের কেনা ১ হাজার ৩৮৬ শতক জমিতে ২০১২ সালে ১৮৫ কক্ষবিশিষ্ট আন্তর্জাতিক মানের ‘দুসাই হোটেলৈ এন্ড রিসোর্ট’ নির্মাণ করা হয়।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close