• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

পোল্যান্ডকে বাড়ির পথ ধরাল কলম্বিয়া

প্রকাশ:  ২৫ জুন ২০১৮, ০২:১৫
স্পোর্টস ডেস্ক

কলম্বিয়ার কাছে হেরে রাশিয়া বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বাড়ির পথ ধরতে হলো পোল্যান্ডকে। আফ্রিকার দল সেনেগালের কাছে হেরে বিশ্বকাপে যাত্রা শুরু হয়েছিল পোল্যান্ডের। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আমেরিকান দলটির কাছে হেরে পোলিশদের বিদায় নিতে হলো প্রথম রাউন্ড থেকেই। রবিবার রাতে পোল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া।

গতবারের কোয়ার্টার ফাইনালে খেলা দলটিই কিনা এই ম্যাচের আগে বেশ চাপের মুখে। বলছি কলম্বিয়ার কথা। প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে হোসে পেকারম্যানের দলের। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে তাদের। পোল্যান্ডের জন্যেও একই সমীকরণ। ক্লাব ফুটবলে একসঙ্গে খেলা লেভেন্ডোভস্কি ও হামেস রড্রিগেজের ব্যক্তিগত লড়াইয়ে প্রথমার্ধে এগিয়ে রইলেন রড্রিগেজই। খেলার ৯০ মিনিটে ইউরোপিয়ান দলটির বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে কলম্বিয়া।

সম্পর্কিত খবর

    বিশ্বকাপ ইতিহাসে কখনও গোলশূন্য ড্র করেনি কলম্বিয়া। এই সমীকরণই আশা জাগাচ্ছিল, গোল হতে যাচ্ছে এই ম্যাচে। শুরুর ত্রিশ মিনিট কোনো দলই তেমন কোনো শট নিতে পারেনি গোলমুখে। সুযোগ তৈরি করলেও নিখুঁত ফিনিশিংয়ের অভাবে গোল করতে পারছিল না কোনো দলই।

    প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের ৪০ মিনিটে গোলের দেখা পায় কলম্বিয়া। কর্নার থেকে ফ্যালকাও কোয়াদ্রাদোকে পাস দিলে, তিনি পাঠান হামেসের কাছে। হামেস রড্রিগেজের নিখুঁত ক্রসে দারুণ হেডে গোল করে কলম্বিয়াকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন চলতি বছরেই বার্সায় যোগ দেয়া হলুদ জার্সিধারীদের রক্ষণভাগের কাণ্ডারি ইয়ারি মিনা। প্রথমার্ধে দু’দল মিলে ওই একটি শটই গোলমুখে নিতে পেরেছে যেটিতে গোল হয়েছে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close