• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নাইজেরিয়ায় কৃষক-পশুপালকদের সংঘর্ষে নিহত ৮৬

প্রকাশ:  ২৫ জুন ২০১৮, ১২:০০
আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার প্লাটিয়াউ রাজ্যে বেরোম সম্প্রদায়ের কৃষক ও পশুপালকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৮৬ জন নিহত হয়েছে। সংঘর্ষে ৫০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ১৫টি মোটরসাইকেল ও দুটি যানবাহনও পুড়ে গেছে। রাজ্যের পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলো জানায়, গত বৃহস্পতিবার (২২ জুন) বিরম কৃষক জাতিগোষ্ঠী ও ফুলানি মেষপালক জাতিগোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। বিরম কৃষক জাতিগোষ্ঠীর হামলায় উভয় জাতির পাঁচজন নিহতও হন। এরপর শনিবার সংঘটিত জাতিগত প্রতিশোধমূলক হামলায় নিহতের সংখ্যা আরও বাড়ে।

নাইজেরিয়ার এই অঞ্চলে এক দশকের বেশি সময় ধরে জাতিগত সংঘর্ষ চলছে। মূলত জমি নিয়ে উভয় জাতির মধ্যে জাতিগত বিরোধ ছিলো।

রাজ্য পুলিশ কমিশনার আনদি আদি সংবাদমাধ্যমকে জানান, ৮৬ জন নিহতের ঘটনায় গ্রামগুলোতে অভিযান চলছে।

প্রদেশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আইন শৃঙ্খলা ভঙ্গের জন্য প্রদেশের রিয়ম, বারিকিন লাদি ও জস সাউথ এলাকায় কারফিউ জারি করা হয়েছে।

নাইজেরিয়া,কৃষক-পশুপালক,নিহত,সংঘর্ষ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close