• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, দায় স্বীকারের পরও চিকিৎসককে ছাড়িয়ে নিলো বিএমএ

প্রকাশ:  ৩০ জুন ২০১৮, ১৯:১২
নিজস্ব প্রতিবেদক

চিকিৎসকের ভুল ইনজেকশনে প্রাণ হারিয়েছে আড়াই বছরের শিশু রাইফা। অভিযুক্ত চিকিৎসক ডা. দেবাশীষকে আটক করে থানায় সোপর্দ করে নিহতের পরিবার। ভুল চিকিৎসার কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্স। তবে থানায় বিএমএ নেতাদের সঙ্গে সমঝোতা হয় যে, যদি তদন্তে চিকিৎসক অপরাধী প্রমাণিত হন তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে। পরে অভিযুক্ত চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়। এবিষয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার দিনগত রাত ১২টার দিকে নগরের মেহেদিবাগে অবস্থিত ‘ম্যাক্স হাসপাতাল’-এ এ ঘটনা ঘটে। ম্যাক্স হাসপাতালের জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার দত্ত মৃত্যুর খবরটি জানিয়েছেন।

নিহত শিশুর বাবা সমকাল পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর ক্রাইম রিপোর্টার রুবেল খান।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম বলেন, রাতে নগরের ম্যাক্স হাসপাতালে ভুল চিকিৎসায় সাংবাদিকের শিশু কন্যার মৃত্যুর অভিযোগ পেয়ে অভিযুক্তদের আটক করি।

এরপর পরই চিকিৎসক সংগঠনের নেতারা থানায় এসে হুমকি দেয় যে, এই মুহূর্তে আটকদের ছাড়া না হলে চট্টগ্রামের সকল হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হবে। তাৎক্ষণিক পরিস্থিতি বিবেচনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ করে আটকদেরকে ছেড়ে দেয়া হয়েছে। তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে তাদের বিরুদ্ধে।

ওসি আরও বলেন, ভুল ইনজেকশনের পুশ করার কারণে শিশুর মৃত্যু হয়েছে, তা স্বীকার করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্স। তারপরও চিকিৎসকদের আচরণ ভাষায় প্রকাশ করার মতো নয়।

নিহতের বাবা সাংবাদিক রুবেল খান জানান, গলা ব্যথার কারণে মেয়েটি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিল। খুবই কষ্ট পাচ্ছিল সে। রাতের দিকে ব্যথা আরও বেড়ে গেলে পার্শ্ববর্তী বেসরকারি ম্যাক্স হাসপাতালে নিয়ে যাই। সেখানে ভুল চিকিৎসায় কয়েক ঘণ্টার মধ্যেই আমার রাইফা মারা যায়। অভিযুক্তদের আমি বিচার চাই। যাতে আর কারো বুক এভাবে ভুল চিকিৎসায় খালি না হয়। -একে

চিকিৎসা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close