• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পুরুষদের ‘লজ্জার দিনে’ নারী দলের হাসিমুখ

প্রকাশ:  ০৫ জুলাই ২০১৮, ২২:৪২ | আপডেট : ০৫ জুলাই ২০১৮, ২২:৪৪
স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিকদের বিপক্ষে ধুঁকছে বাংলাদেশের ক্রিকেট দল। প্রথমদিনে লজ্জাজনক ভাবে মাত্র ৪৩ রানে অলআউটের পর বোলিংয়েও ব্যর্থ পুরুষ দল। সেখানে আবারও জয়ী বেশে হাসি মুখে মাঠ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

কিছুদিন আগেই ভারতকে হারিয়ে নারী এশিয়া কাপ জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। এবার সে স্বাদ তাজা থাকতেই জয় পেলো বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচেও।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে টাইগ্রেসরা।

নেদারল্যান্ডসের রোটারড্যামের ভিওসি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে স্কটিশ মেয়েদের মাত্র ৪৭ রানে অলআউট করে দেয় সালমা-রুমানারা। জয় তুলে নিতে টাইগ্রেসদের খরচ হয়েছে মাত্র একটি উইকেট।

৭ জুলাই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সালমাদের গ্রুপে থাকা অপর দুটি দল আরব আমিরাত ও স্বাগতিক নেদারল্যান্ডস। আগামি নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।

-একে

নারী,নারী ক্রিকেট দল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close