• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

পানামা পেপার্সে আমাদের কোম্পানির কারও নাম নেই: হাসান মাহমুদ

প্রকাশ:  ১৬ জুলাই ২০১৮, ১৯:৪২ | আপডেট : ১৬ জুলাই ২০১৮, ১৯:৫১
নিজস্ব প্রতিবেদক

ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা দাবি করেছেন পানামা পেপার্সে তার নাম নেই। তিনি বলেছেন, এমনকি এখানে আমাদের কোম্পানির কারো নাম নেই। ২০১৬ সালে একটা জাতীয় দৈনিকে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নাম দিয়ে সংবাদ প্রকাশের জেরেই দুদক ডেকেছে।

সোমবার (১৬ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুদক তার ব্যক্তিগত আয় ও সম্পদ বিষয়ে জানতে চেয়েছে। ইউনাইটেড গ্রুপের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের তথ্যও এই সময় জানতে চাওয়া হয়। ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের আয়-ব্যয়, ভ্যাট-ট্যাক্সের কিছু কাগজপত্র চেয়েছে, আমরা সময় চেয়েছি। দ্রুতই তা দুদকে জমা দেওয়া হবে।

এদিন ইউনাইটেড গ্রুপের প্রতিষ্ঠান মাল্টি ট্রেড মার্কেটিংয়ের আরেক পরিচালক খন্দকার মইনুল আহসানেরও জিজ্ঞাসাবাদ করা হয় দুদকে।

এর আগে রোববার (১৫ জুলাই) দুপুরে কোম্পানিটির পরিচালক আহমেদ ইসমাইল হোসেন ও আক্তার মাহমুদকেও জিজ্ঞাসাবাদ করে দুদক।

/আরকে

ইউনাইটেড গ্রুপ,হাসান মাহমুদ রাজা,পানামা পেপার্স,দুদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close