• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্মাণাধীন বেইলি ব্রিজে ধস, ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রকাশ:  ১৭ জুলাই ২০১৮, ১১:২৪
বরিশাল প্রতিনিধি

বরিশাল গৌরনদীর নির্মাণাধীন বেইলি ব্রিজে অতিরিক্ত বালু বোঝাই ট্রাক ওঠায় তা ধসে পড়েছে। এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) সকাল ছয়টায় উপজেলার ইল্লাহ গ্রামে এ ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাদারীপুর থেকে গৌরনদীগামী একটি ট্রাক ওই বিকল্প বেইলি ব্রিজের ওপর উঠলে সেটি ধসে পড়ে। এতে করে ব্রিজে দুই পার্শ্বেই শতাধিক যানবাহন আটকা পড়েছে।

একাধিক দূরপাল্লার বাস চালক বলেন, ঠিকাদারের গাফিলতি ও নিম্নমানের সামগ্রী দিয়ে বেইলি ব্রিজ নির্মাণ করায় সেটি ধসে পড়েছে। এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে সেটি ভারী যানবাহনের ভার সহ্য করতে পারেনি।

ফলে দূরপাল্লার বাসগুলো কোটালিপাড়া পয়সারহাট হয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলে প্রবেশ করছে। এতে প্রায় একশ কিলোমিটার অতিরিক্ত ঘুরে আশায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়েছে।

/পি.এস

বরিশাল,ঢাকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close