• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে যাবে না এলডিপি

প্রকাশ:  ১৮ জুলাই ২০১৮, ২০:৫৮
নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ নিবে না ২০ দলীয় জোটের অন্যতম শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বুধবার দলটির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদের বাসভবনে এলডিপির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক নেতারা বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হবে না। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশকে রক্ষার জন্য দেশের ১৬ কোটি মানুষকে রক্ষার জন্য আন্দোলন-সংগ্রাম করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।

আরও বলা হয়, পার্টির চেয়ারম্যানের অনুমতি ব্যতিত কেউ মিডিয়াতে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোন বক্তব্য দিলে এর দায় পার্টি বহন করবে না। এলডিপির ইমেজ ক্ষুন্ন হয় এমন বক্তব্য কেউ দিলে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে।

ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে বৈঠকে প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, অ্যাডভোকেট আবু ইউসুফ মোহম্মদ খলিলুর রহমান, প্রফেসর মোহম্মদ আব্দুল্লাহ, আব্দুল গণি ও ইঞ্জিনিয়ার কামালউদ্দিন মোস্তফা উপস্থিত ছিলেন। -একে

এলডিপি,খালেদা জিয়া,নির্বাচন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close