• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

সমাবেশের মঞ্চে বসা নিয়ে বিবাদ, মাথা ফেটে হাসপাতালে ছাত্রদল নেতা

প্রকাশ:  ২০ জুলাই ২০১৮, ১৭:১৬
নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হলেও জুমার নামাজের পর থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর আগেই মঞ্চে বসা নিয়ে নেতাকর্মীদের ভেতর বিবাদ শুরু হয়। বিবাদের একপর্যায়ে আব্বাস আলী নামে এক ছাত্রদল নেতার মাথা ফেটে রক্ত বের হতে দেখা যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সেলিমা রহমান, উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কাজী আবুল বাশার, আব্দুস সালাম আজাদ, আমিরুল ইসলাম আলীমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এদিকে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কার্যালয়ের আশপাশে রাখা হয়েছে জলকামান। সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে। পথচারীদের নাইটিংগেল মোড় থেকে তল্লাশি করে যাতায়াত করতে দেয়া হচ্ছে।

-একে

বিএনপি,ছাত্রদল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close