• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘সাকিব কি বলেছে সে টেস্ট খেলতে চায় না?’

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১০:১৭
স্পোর্টস ডেস্ক

টেস্টে যে বাংলাদেশ কতটা অসহায় তার আরও একবার প্রমাণ মিলেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ক্যারিবিয়ানদের টানা দুই টেস্ট হেরে এবার ওয়োনডে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। নতুন মিশনে মাঠে নামার আগে টাইগারদের ব্যর্থতা নিয়ে মুখ খুলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

শুক্রবার (২০ জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, টেস্টের প্রতি আইসিসিরই আগ্রহ নেই। ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া ছাড়া কেউ আগ্রহ দেখায় না। কিন্তু আমাদের দেশে এখন দেখছি আমাদের বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে যারা টেস্ট খেলতে চায় না। যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। তবে বলে না যে খেলবো না কিন্তু এড়িয়ে যেতে চায়। হয়তো ইনজুরি প্রবণ বলেই চায় না।

এর ব্যাখ্যায় পাপন আরও বলেন, অনেকেই টেস্ট খেলতে চায় না। কারণ টেস্টটা তো অনেক কঠিন।

এর একদিন পর শনিবার (২১ জুলাই) সংবাদমাধ্যমের মুখোমুখি হন আকরাম খান। সাকিব টেস্ট খেলতে না চাওয়ার কথা টা শুনে তিনিও অবাক। তিনি বলেন, সাকিব তো টেস্ট খেলছে, সে আমাদের টেস্টের অধিনায়কও। সাকিব কি বলেছে যে সে টেস্ট খেলতে চায় না?

তবে বোর্ড সভাপতির এমন কথা নিয়ে আকরাম বলেন, এই বিষয়ে আসলে আমি সবটা জানি না। সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর আমাদের ক্রিকেট যে অবস্থায় আছে তাতে তিনটা ফরম্যাটই আমাদের দরকার। সাকিবকে নিয়ে এমন কথাটা আসলে উচিত হয়নি। আমার নিজেরও কথাটা শুনে খারাপ লেগেছে।

/অ-ভি

বাংলাদেশ,ক্রিকেট,সাকিব আল হাসান,আকরাম,বিসিবি,সভাপতি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close