• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

ভারী বর্ষণে ভিয়েতনামে নিহত ১০

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১০:২৬
আন্তর্জাতিক ডেস্ক

ভিয়েতনামের কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে ভারী বর্ষণ ও বন্যায় দশ জন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে ১১ জনেরও বেশি। দেশটির দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কমিটি শনিবার এসব তথ্য জানায়।

সিনহুয়ার খবরে বলা হয়, নিহতদের মধ্যে আটজন উত্তরের ইয়েন বাই প্রদেশের এবং বাকি দুইজন কেন্দ্রীয় থানহ হোয়া প্রদেশের। আর নিখোঁজদের মধ্যে ইয়েন বাইয়ের নয় জন এবং থানহ হোয়ার দুই জন।

ভারী বর্ষণ, বন্যা এবং ভূমিধসের কারণে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। এছাড়া তিন সহস্রাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। এছাড়া দেশটির বহু কৃষি ক্ষেত প্লাবিত হয়ে ফসল নষ্ট হয়েছে। বিভিন্ন প্রদেশে স্বাভাবিক জীবনযাত্রার বিঘ্ন ঘটেছে।

ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, ভারী বৃষ্টি আরও কিছুদিন স্থায়ী হতে পারে। থানহ হোয়া এবং নাগহে আন প্রদেশে বন্যা ও ভূমিধসের ঘটনা বাড়তে পারে।

/এসএম

ভিয়েতনাম,নিহত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close