• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চারদিনের সফরে দিল্লিতে এরশাদ

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১৩:৪৪
নিজস্ব প্রতিবেদক

ভারত সরকারের আমন্ত্রণে চারদিনের সফরে ভারতের রাজধানী দিল্লিতে গেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রোববার (২২ জুলাই) সকাল ১০টায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেড এয়ারলাইন্সের একটি বিমানে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী এ তথ্য নিশ্চিত করেছেন।

এরশাদের সফরসঙ্গী হিসেবে আছেন, জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, মেজর অব. খালেদ আখতার প্রমুখ।

আগামী ২৫ জুলাই বিকেলে জাপা চেয়ারম্যান ও তার সফরসঙ্গীদের দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রীংলা এরশাদের বাসভবনে তার সাথে দেখা করেন। এ সময় তিনি ভারত সরকারের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতির হাতে আমন্ত্রণপত্র তুলে দেন।

/এসএম

এরশাদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close