• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় প্রতিমন্ত্রী পলকের ভাতিজিসহ নিহত ৪

প্রকাশ:  ২২ জুলাই ২০১৮, ১৯:২৮ | আপডেট : ২২ জুলাই ২০১৮, ১৯:৩১
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাক-মাইক্রো বাসের মুখোমুখি সংঘর্ঘে ৪ জন নিহত হয়েছে।

রোববার (২২ জুলাই) বিকেল ৪টায় মাটিকাটা ব্রিজের কাছে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী মাইক্রো ও রাজশাহীগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

নিহতদের নাম, কেয়া খাতুন (৩০) তার মেয়ে রায়সা খাতুন (৩ ) তার ছেলে আহনাব (৫) ও ড্রাইভার পলক । এসময় কেয়া খাতুনের স্বামী আলমগীর হোসেন গুরতর আহত হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর সহকারী পরিচালক বলে পুলিশ সূত্রে জানা গেছে। আলমগীর কবিরের বাসা নাটোর জেলা সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামে।

এদিকে কেয়া খাতুন আইসিটি প্রতিমন্ত্রীর ভাতিজি বলে গোদাগাড়ী থানার এসআই আমিনুল জানান।

এর আগে সকালে গোদাগাড়ীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যায়।

গোদাগাড়ীতে ঘনঘন দুর্ঘটনার কারছে সাধারণ মানুষ উদ্বীগ্ন হয়ে পড়েছ। দুর্ঘটনা রোধকল্পে সরকারের শুভ দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

/এসএফ

রাজশাহী,সড়ক দুর্ঘটনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close