• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বড় পুকুরিয়ার কয়লা লুট, তদন্তে দুদকের কমিটি

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১৬:৫৪ | আপডেট : ২৩ জুলাই ২০১৮, ১৭:০২
নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে উত্তোলন করে রাখা ২০০ কোটি টাকা মূল্যের এক লাখ ১৬ হাজার টন কয়লা খোলাবাজারে বিক্রির অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক শামছুল আলমের নেতৃত্বে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন, সহকারী পরিচালক এ এস এম সাজ্জাদ ও তাইজুল ইসলাম।

সম্পর্কিত খবর

    দুদকের পরিচালক (গণসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি ও বিভিন্ন দুর্নীতির মাধ্যমে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবিব উদ্দীন আহমেদ ও সংশ্লিষ্টরা কয়লা খনির এক লাখ ১৬ হাজার টন কয়লা খোলা বাজারে বিক্রির মাধ্যমে আনুমানিক ২০০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরই ভিত্তিতে সোমবার এই তদন্ত কমিটি গঠন করেছে দুদক।

    /এসএম

    কয়লা লুট
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close