• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ইসির প্রতি এখনো আস্থা রয়েছে বিএনপির’

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ২০:২৫
জ্যেষ্ঠ প্রতিবেদক

বিএনপির নেতারা বলেছেন আমরা এখনো নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারায়নি। একই সঙ্গে তারা রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের দাবি করেছেন।

সোমবার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

এদিন বৈঠকে সিইসির পক্ষে নির্বাচন কমিশনার কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মঈন খান সংবাদমাধ্যমকে জানান, নির্বাচন কমিশনের প্রতি আমাদের এখনো আস্থা রয়েছে। সেই আস্থা থেকেই আমরা রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে অংশগ্রহণ করছি।

তিনি আরও জানান, দেশের সেনাবাহিনীর ওপর মানুষের আস্থা রয়েছে। আমরা সিটি নির্বাচনে সেনা মোতায়েন করার দাবি জানিয়েছি। তবে জনগণ সিইসির প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। আমরা আশাকরি এই নির্বাচন দিয়ে তারা মানুষের আস্থা অর্জনের চেষ্টা করবেন।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে চার সদস্যের এ প্রতিনিধি দল অংশ নেয়। এরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সহ-সভাপতি কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

/আরকে

বিএনপি,নির্বাচন কমিশন,সিইসি,সেনাবাহিনী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close