• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

নতুন রফতানি আয় ৪ হাজার ৪শ’ কোটি ডলার নির্ধারণ

প্রকাশ:  ০৮ আগস্ট ২০১৮, ১৫:২৬
নিজস্ব প্রতিবেদক

বিশ্বপরিস্থিতি পর্যালোচনা ও উদ্যোক্তাদের সক্ষমতা বুঝে ৪৪ বিলিয়ন ডলার অর্থাৎ চার হাজার ৪শ’ কোটি মার্কিন ডলার নতুন রফতানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। যা গত অর্থবছরের চেয়ে ৬ দশমিক ৪৭ শতাংশ বেশি।

চলতি ২০১৮-১৯ অর্থবছরে পণ্য ও সেবা খাত থেকে এ বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি রফতানি আয়ের এ লক্ষ্যমাত্রা ঘোষণা দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পণ্য রফতানি আয়ে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ৩৯ বিলিয়ন ডলার। যা গত বছরের চেয়ে ৬ দশমিক ৩৬ শতাংশ বেশি। আর সেবা খাতে লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে পাঁচ বিলিয়ন ডলার। যা গত বছরের চেয়ে ৭ দশমিক ৪৩ শতাংশ বেশি।’

তিনি বলেন, ‘গত ২০১৭-১৮ অর্থ বছরে ৪০ দশমিক ৯৫ বিলিয়ন মর্কিন ডলার রফতানি আয় হয়েছে। এর মধ্যে ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার এসেছে পণ্য রফতানি থেকে। সেবা খাত থেকে রফতানি আয় হয়েছে ৪ দশমিক ২৮ বিলিয়ন ডলার।’

‘গত অর্থবছরে ৪১ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল’ বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

ওএফ

রফতানি,লক্ষ্যমাত্রা,ডলার,বাণিজ্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close