• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

আকিবের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, পাশে ওবায়দুল কাদের

প্রকাশ:  ১০ আগস্ট ২০১৮, ০২:১৯
নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকালে দুর্বৃত্তদের হামলায় আহত নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র আশরাফুল ইসলাম আকিবের চিকিত্সার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আহত আকিবের চিকিৎসার খোঁজখবর নেন।

এসময় ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আকিবের মায়ের হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন এবং আকিবের পুরো চিকিত্সার ব্যয় আওয়ামী লীগ বহন করবে বলে জানান।

ওবাদুল কাদেরের সঙ্গে এসময় আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, আাকিবের মা ও তার বন্ধুরা উপস্থিত ছিলেন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকালে দুর্বৃত্তদের হামলায় আহত হয় আকিব। এরপর থেকে তার বন্ধুরা তাকে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করে। আকিবের বন্ধুরাই চাঁদা তুলে তার তার চিকিত্সার খরচ বহ করছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো খোঁজ নিচ্ছে না বলে ফেসবুকে তুলে ধরে।

বিষয়টি প্রধানমন্ত্রী জানার পর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সেখানে পাঠান। এসময় প্রধানমন্ত্রী আহত আকিবের মায়ের সঙ্গেও কথা বলেন এবং সান্তনা দেন।

চিকিৎসকের বরাত দিয়ে বিপ্লব বড়ুয়া জানান, আকিব এখন আইসিইউতে আছে। দু'একদিনের মধ্যে তাকে জেনারেল বেডে স্থানান্তর করা হবে।

-একে

প্রধানমন্ত্রী,ওবায়দুল কাদের,সড়ক আন্দোলন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close