• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজধানীর সড়কে এখনও ‘লক্কড়ঝক্কড়’ গাড়ি

প্রকাশ:  ১০ আগস্ট ২০১৮, ১৯:৪৪
নিজস্ব প্রতিবেদক

সদ্যই স্তিমিত হয়েছে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। তবে দেশজুড়ে চলছে পুলিশের বিশেষ ট্রাফিক সপ্তাহ। কিন্তু, এতকিছুর পর এখনও বন্ধ হয়নি সড়কে ফিটনেসবিহীন গাড়ির চলাচল।

রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান এলাকায় ঠিকই চলাচল করছে পুরনো ‘লক্কড়ঝক্কড়’ লেগুনা। গুলিস্তান-বাসাবো রুটে চলাচলকারী এসব লেগুনার বেশিরভাগই ফিটনেসবিহীন।

শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ফিটনেসবিহীন লেগুনার পাশেই ট্রাফিক পুলিশ সদস্যরা থাকলেও তারা বেশিরভাগ সময়ই নীরব দর্শকের ভূমিকায় ছিলেন।

প্রসঙ্গত, রাজধানীর বিমান বন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী নিহতের ঘটনা ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয় সহপাঠীদের মনে। প্রতিবাদে রাস্তায় নেমে আসে তারা। তাদের সঙ্গে একে একে যোগ হয় রাজধানীসহ দেশের অসংখ্য স্কুল-কলেজ। তাদের প্রতিবাদের মুখে নড়েচড়ে বসেন দেশের আইন প্রণেতারা। নিয়ম মেনে পথ চলতে বাধ্য হন সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারের মন্ত্রী-এমপিরাও।

তবে, আন্দোলনরত শিক্ষার্থীরা রাজপথ ছাড়ার সঙ্গে সঙ্গেই আগের পুরনো চেহারাতেই ফিরে গেছে রাজধানী। সড়কে চলাচল করতে দেখা গেছে ঘাতক ‘জাবালে নূরের’ বাসও। -একে

ফিটনেস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close