• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

কয়লা চুরির তদন্ত প্রতিবেদন শিগগিরই: দুদক চেয়ারম্যান

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৪:১৮ | আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৭:২৪
নিজস্ব প্রতিবেদক

বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা চুরির মামলার তদন্ত শেষ পর্যায়ে। দুদক কর্মকর্তারা সেখানে গেছেন, কথা বলেছেন, কাজ করছেন। শিগগিরই আদালতে এ ব্যাপারে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

সোমবার (১৩ আগস্ট) দুর্নীতি প্রতিরোধ ও উত্তম চর্চার বিকাশে এফ.এম বেতারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা শেষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা বিআরটিএর বিরুদ্ধে যতগুলো অভিযান পরিচালনা করেছি ততোগুলো অভিযান অন্য কোনো প্রতিষ্ঠানের বিপক্ষে করিনি। কিন্তু সেই যে লেজ তা আর সোজা হচ্ছে না।

আইন অমান্যকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমাদের দেশের বেশিরভাগ মানুষ এবং ক্ষমতাবানরা আইন মানতে চান না। সামনের দিনগুলোতে কীভাবে আইন মানাতে হয় তা আমরা দেখিয়ে দেবো।’

তিনি আরও বলেন, অন্য দেশে আইন তৈরী হয় আইন মানার জন্য, কিন্তু আমাদের দেশে আইন তৈরী হয় ভাঙার জন্য।

বাংলাদেশে স্বীকৃত এফএম বেতার প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের নিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

/এসএফ

কয়লা চুরি,দুদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close