• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

বাংলাদেশিদের জন্য খুলে যাচ্ছে মালয়েশিয়ার দরজা

প্রকাশ:  ১৪ আগস্ট ২০১৮, ১৯:০৭ | আপডেট : ১৪ আগস্ট ২০১৮, ১৯:১১
পূর্বপশ্চিম ডেস্ক

মাহাথির মোহাম্মদ সরকার বাংলাদেশ সরকারের অনুমোদনপ্রাপ্ত সব রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ দিতে যাচ্ছে। এর ফলে বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে কর্মীদের খরচ কমবে। একইসঙ্গে দেশটিতে বেশি সংখ্যক কর্মী পাঠানোর সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ জানিয়েছেন, বাংলাদেশের সব এজেন্টদের মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের আবেদনপত্র প্রক্রিয়াকরণের অনুমোদন দেওয়া হবে। এর আগে মাত্র ১০টি এজেন্সির মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অনুমোদন ছিল।

২০১৬ সালে বেসরকারিভাবেও কর্মী নিয়োগের সুযোগ রেখে দুই দেশের সরকার চুক্তি করে। তখন বাংলাদেশের অনুমোদিত ১০টি এজেন্সিকে কর্মী পাঠানোর সুযোগ দিতো মালয়েশিয়া। তবে এতে দুর্নীতির অভিযোগ ওঠার কারণে মালয়েশিয়া সরকার কর্মী নিয়োগ বন্ধ করে দেয়।

উল্লেখ্য, ২০১২ সালে দুই দেশ শুধু সরকারি মাধ্যমে জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় লোক পাঠাতে চুক্তি সই করে। ২০১৬ সালের তা পরিমার্জন করে ১০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে জিটুজি প্লাসের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। ২০১৬ সালের শেষের দিক থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ২ লাখ শ্রমিক মালয়েশিয়া গেছেন। এর মধ্যে ২০১৮ সালে জুলাই মাস পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৫৬২ জন শ্রমিক পাঠায় বাংলাদেশ।

/রবিউল

মাহাথির মোহাম্মদ,মালয়েশিয়ায়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close