• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেয়াদোত্তীর্ণ ওষুধে অস্ত্রোপচার, শমরিতাকে ছয় লাখ টাকা জরিমানা

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ০১:৫১
নিজস্ব প্রতিবেদক

মেয়াদোত্তীর্ণ ওষুধে অস্ত্রোপচার ও নানা অনিয়েমের দায়ে রাজধানীর পান্থপথ এলাকায় স্বনামধন্য শমরিতা হাসপাতালকে ছয় লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত হাসপাতালগুলোতে অভিযান চালায়। অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

সম্পর্কিত খবর

    র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান. রোগ নির্ণয়ের পরীক্ষায় মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী ব্যবহার এবং বিক্রয় নিষিদ্ধ ওষুধ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের দায়ে শমরিতা হাসপাতালকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

    এর আগে পান্থপথের বিআরবি হাসপাতালকে তিনটি অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়৷ হাসপাতালটি ব্লাড কালচার সঠিকভাবে কাজ করছিল না৷ এছাড়া বেশ কিছু রক্তের পরীক্ষা বাইরে থেকে করে আনত; যা সম্পূর্ণ অবৈধ। এমনকি তাদের ১৩ তলায় অবস্থিত ঔষধ স্টোর চার বছর ধরে অনুমতি ছাড়া চলছিল।

    এছাড়া ভ্রাম্যমাণ আদালত পান্থপথের বাংলাদেশ স্পাইন এন্ড অর্থোপেডিক জেনারেল হাসপাতালে অভিযানে গিয়ে ১৯৯৮ সালে মেয়াদ শেষ হওয়া ওষুধ দিয়ে অপারেশন ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ১০ লাখ টাকা জরিমানা করে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close