• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

সৌদিতে হজ পালনে গিয়ে মোট ৫১ বাংলাদেশির মৃত্যু

প্রকাশ:  ১৯ আগস্ট ২০১৮, ১৫:৪৮
নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। শনিবার মারা গেছে আরো ৫ বাংলাদেশি। এই নিয়ে চলতি বছর পবিত্র হজ শুরু আগেই মারা গেলেন বাংলাদেশের মোট ৫১ জন হজযাত্রী।

সৌদি আরব থেকে বাংলাদেশ হজ মেডিকেল টিমের টিম লিডার ডা. মো. জাকির হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিন সূত্র জানায়, গতকাল শুক্রবার পর্যন্ত মোট ৪৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন। তন্মধ্যে মক্কায় ৩৮, মদিনায় ৬ ও জেদ্দায় ২ জন।

তবে সর্বশেষ যারা মারা গেছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি জাকির হোসেন। এ বছর হজযাত্রী ও হজ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ মোট ১ লাখ ২৭ হাজার ২৭৫ জন সৌদি আবর গেছেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয় গত ১৪ জুলাই। বিমানের হজ ফ্লাইট শেষ হয় গত বুধবার। পবিত্র হজ পালিত হবে আগামী ২০ আগস্ট। ফিরতি হজ ফ্লাইট আগামী ২৭ আগস্ট শুরু হয়ে চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত।

হজ পালন,হজযাত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close