• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আরও তিন শিক্ষার্থীর জামিন

প্রকাশ:  ২০ আগস্ট ২০১৮, ১২:২১
নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়ক আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার হওয়া আরও তিন শিক্ষার্থী জামিন পেয়েছেন।

সোমবার (২০ আগস্ট) বিচারপতি এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালত তিন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করে আদেশ দেন। এ নিয়ে দুদিনে পাঁচ মামলায় জামিনে পেয়েছেন ৪৫ জন।

ভাটারা থানার মামলায় জামিন পাওয়া দুইজন হলেন সাবের আহমেদ উল্লাস, আমিনুল ইসলাম বায়েজিদ। অন্যদিকে আরেক মামলায় জামিন পেয়েছেন রিসাতউল্লাহ ফেরদৌস।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বিকালে সায়েন্স ল্যাব, জিগাতলা ও ধানমন্ডিতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুজব রটানো হয় আওয়ামী লীগ অফিসে ৪ শিক্ষার্থীকে মারধর করে হত্যা, একজনের চোখ উপড়ানো এবং আরও চার ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। এ গুজব শুনে শিক্ষার্থীরা আওয়ামী লীগ অফিসের দিকে তেড়ে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ঘটে। এ ঘটনার প্রতিবাদে পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এসব ঘটনায় পুলিশের ও আওয়ামী লীগের পক্ষে নাশকতার মামলা দায়ের করা হয়।

/এসএম

সিএমএম আদালত,নিরাপদ সড়ক আন্দোলন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close