• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

এবার মোসাদ্দেকের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা

প্রকাশ:  ২৬ আগস্ট ২০১৮, ২০:৪০ | আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২১:০২
স্পোর্টস ডেস্ক

স্ত্রীকে নির্যাতন করে মামলা এবং খবরের শিরোনাম হলেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত।ক্রিকেটারের বর্তমান বয়স ২২ বছর। বিয়ে করেছেন ৬ বছর আগে। অর্থাৎ ১৬ বছর বয়সে। স্ত্রী নাকি আবার আপন খালাত বোন ।

রোববার (২৬ আগস্ট) দুপুরে সদর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোজিনা খানের আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে না নিয়ে বিকেলে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের পেশকার আনোয়ার হোসাইন।

২০১২ সালের ২৮ অক্টোবর মোসাদ্দেক হোসেন সৈকতের সাথে তার আপন খালাত বোন সামিয়া শারমিন সামিয়ার বিয়ে হয়। বিয়ের পূর্বে খালাত বোন সামিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও দুই পরিবারের সম্মতিক্রমে পারিবারিক পরিবেশে কন্যার নিজ বাসায় বরের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।\

মামলার ১ নম্বর স্বাক্ষী, মোসাদ্দেক হোসেন সৈকতের স্ত্রীর বড় ভাই মোজাম্মেল কবির বলেন, ‘সৈকত (মোসাদ্দেক হোসেন) আমার খালাতো ভাই। পারিবারিকভাবে মেলামেশা থেকেই আমার ছোট বোন সামিয়া শারমিনের সাথে পরিণয় এবং যা পরবর্তীতে বিয়েতে গড়ায় এবং আমরা বিষয়টা মেনেও নেই। ছয় বছর আগেই তাদের বিয়ে হয়। বিয়ের পর কয়েক বছর ভাল কাটলেও যখনই মোসাদ্দেক সৈকত জাতীয় দলে নিয়মিতভাবে সুযোগ পাওয়ার পর থেকেই তার নৈতিক স্থলন ঘটতে শুরু করে।’

শারমিনের পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর সব ঠিকঠাক ছিল। দুজনার মধ্যে বেশ ভালো সম্পর্কই ছিল। কিন্তু ক্রিকেটার খ্যাতি পাওয়ার পর থেকেই পাল্টে যেতে থাকেন মোসাদ্দেক! জড়িয়ে পড়েন মদ, পরনারীতে।

মোসাদ্দেক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close