• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

‘তারা কী ভুলে গেছেন, কারাগারের আদালতেই কর্নেল তাহেরের ফাঁসির রায় হয়েছিল’

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪০ | আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৪
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা কী ভুলে গেছেন, কারাগারে আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিলো। সংবিধানে লেখা নেই কারাগারে আদালত বসানো যাবে না। এটা যদি খালেদা জিয়া না মানেন, তাহলে সিদ্ধান্ত নিয়েছেন আদালত, ব্যবস্থাও নেবেন আদালত। সরকারের কিছু বলার নেই।

বুধবার (৫ সেপ্টেম্বর) দলীয় সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপি নেতারা অভিযোগ করেছেন- কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন। কিন্তু আমি জানতে চাই, সংবিধানের কোথায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না। এটা যদি সংবিধানের লঙ্ঘন হয় তাহলে সেটি শুরু করেছেন জেনারেল জিয়াউর রহমান।

প্রসঙ্গত, নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারের ভেতরে বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাস বসিয়ে বিচারের ব্যবস্থা করায় অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কারাগারে আদালত স্থাপন সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন দলটির শীর্ষ নেতারাও। বুধবার বিএনপি চেয়াপারসনের আইনজীবীদের অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি অনুষ্ঠিত হয়। পরে মামলার পরবর্তী শুনানি আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ঠিক করেন বিচারক।

-একে

ওবায়দুল কাদের
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close