• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

আজ থেকে শুরু ঢাবির ভর্তিযুদ্ধ

প্রকাশ:  ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৩ | আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। এদিন ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এ বছরের ভর্তি পরীক্ষা। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত। এই ইউনিটের প্রতিটি আসনের জন্য প্রতিযোগি ১০৭ জন।

এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের মোট ৫৪টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাইরের কেন্দ্রগুলো হলো বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ।

এ বছর ‘গ’ ইউনিটে এক হাজার ২৫০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৬ হাজার ৯৬০ জন।

উল্লেখ্য, শনিবার (১৪ সেপ্টেম্বর) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ বিএফএ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে ১০টা থেকে ১১টা পর্যন্ত।

/রবিউল

ঢাকা বিশ্ববিদ্যালয়,‘গ’ ইউনিট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close