• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘৫৭ ধারা বিলুপ্ত হবে’

প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২১ | আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২৬
নিজস্ব প্রতিবেদক

ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন বলবৎ হওয়ার সঙ্গে সঙ্গে ৫৭ ধারা বিলুপ্ত হবে।তবে ইতোপূর্বে ৫৭ ধারার আওতায় যেসব মামলা হয়েছে সেগুলো ওই আইন ( ৫৭ ধারা) অনুযায়ী-ই চলবে ।

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এফডিসিতে 'আইনি নিয়ন্ত্রণই সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়িত্বশীল করবে' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোস্তাফা জব্বার বলেন, ৩২ ধারাতে শুধু ওইটুকু করেছি, কেউ অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট অর্থাৎ রাষ্ট্রীয় গোপন তথ্য সংক্রান্ত বিষয় লংঘন করলে শাস্তিযোগ্য অপরাধ হবে। দুর্নীতির জন্য ছবি তুলবেন না, পারলে সমস্ত ডাটা প্রকাশ করেন এই আইন আপনার জন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।

মন্ত্রী আরও বলেন, আপনি যা ইচ্ছা তাই করবেন এটা কিন্তু গণতন্ত্র না। আমরা প্রচলিত শাসন ব্যবস্থা নিয়ে মাথা ঘামাচ্ছি না।ফেসবুক, হোয়াটসআপ, ভাইবার তালা মেরে বন্ধ রাখা আমি বিশ্বাস করি না। প্রযুক্তির ব্যবহার করতে না পারলে ডিজিটাল বাংলাদেশ কার্যকর হবে না।

মোস্তাফা জব্বার আরো বলেন, এদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার হয়েছে। এটা মাধ্যমের দোষ নয়, দুষ্টদের দোষ। তাই এটা নিয়ন্ত্রনের জন্য আইন দরকার।

সরকারি দল হিসেবে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও বিরোধী দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এতে বিজয়ী হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ কিরণ বিতর্ক প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন।

মোস্তাফা জব্বার,৫৭ ধারা,৩২ ধারা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close