• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

‘আমি আবদুল মুহিত কিছু ক্ষেত্রে অনুকরণীয় হয়ে থাকবো’

প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৭
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

‘আমি আবুল মাল আবদুল মুহিত, কিছু কিছু ক্ষেত্রে অনুকরণীয় হয়ে থাকবো। জীবনের বাকি সময়েই যেন আরও কিছু মুহিতকে আমি দেখে যেতে পারি সেই প্রত্যাশা করছি।’

শনিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে ইনডোর স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্যকালে একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, আমি ৫৬ বছর জনসেবা করেছি। এই জনসেবায় তৃপ্তি ছাড়া কিছু নেই। এই অসীম তৃপ্তি নিয়ে জীবনের সমাপ্তি ঘটাতে যাচ্ছি আমি। হয়তো আরও কিছুদিন বেঁচে থাকবো। কিন্তু এই তৃপ্তিতে কোনো ব্যত্যয় ঘটবে না।

মুহিত বলেন, জীবনে হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে, কোনো কোনো বিচ্যুতি সংশোধনের সুযোগও হয়তো পেয়েছি। কিন্তু জনসেবা করার যে নির্মল তৃপ্তি তা থেকে কখনোই আমি বঞ্চিত হইনি।

তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষিত মানুষ তৈরির কাজ করছে। মানুষকে শিক্ষিত করা গেলে দেশ এমনিতেই উন্নতির পথে এগিয়ে যাবে।

ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে ৩ হাজার ৩১ জন শিক্ষার্থীকে বৃত্তিপত্র দেওয়া হয়।

-একে

অর্থমন্ত্রী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close