• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রধানমন্ত্রীর মানবিক উদ্যোগে একসঙ্গে ১৪২ কয়েদির মুক্তি

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৩
পূর্বপশ্চিম ডেস্ক

শেখ হাসিনার মানবিক উদ্যোগে সিলেট কেন্দ্রীয় কারাগার একই দিনে ১৪২ জন কয়েদি মুক্তি দিয়েছেন। যা বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। একইদিনে কোনো কারাগার থেকে এত বিপুল সংখ্যক কয়েদির মুক্তির ঘটনা বাংলাদেশে এই প্রথম।

রোববার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আদালত থেকে জামিন দেয়ার পর রাত ১০টায় সিলেট কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয়। মুক্ত বন্দীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাত জানিয়েছেন।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মানবিক উদ্যেগ গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রী চান ছোটখাটো তথা লঘু অপরাধ করে যারা কারা ভোগ করছেন, তারা যদি ভালো পথে চলার অঙ্গিকার করেন তাহলে তাদেরকে আইনি প্রক্রিয়ায় মুক্তির ব্যবস্থা করা হবে। বিষয়টি বিবেচনা করা যেতে পারে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগের বাস্তবায়ন শুরু হলো সিলেট থেকে।

রোববার সিলেট মুখ্য মহানগর হাকিম আদালত লঘু অপরাধে অভিযুক্ত বিভিন্ন মামলার ১৪২ জন আসামিকে দিয়েছেন বলে জানান সিলেট কেন্দ্রীয় কারাগার। মুক্তি পাওয়া কয়েদিরা চুরি, ছিনতাই, পতিতাবৃত্তি প্রভৃতি অপরাধে অভিযুক্ত ছিলেন। আদালতে এসব আসামি নিজেদের দোষ স্বীকার করেন। তারা ভবিষ্যতে সঠিক পথে চলার অঙ্গিকারও করেন। এসব কয়েদির মুক্তি পাওয়ার আগে সিলেট কারাগার পরিদর্শন করেন স্বরাষ্ট্র সচিব (সুরক্ষা ও সেবা) ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী ও আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

/রবিউল

শেখ হাসিনা,সিলেট কেন্দ্রীয় কারাগার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close