• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চলচ্চিত্রের ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে জুরি বোর্ডে থাকছেন যারা

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৩২
বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে ২৭ বছর পর আবার শুরু হলো ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শিল্পী নির্বাচন নির্ধারণ করবে জুরি বোর্ড।

জুরি বোর্ডের সম্মানিত সদস্যরা হলেন চিত্রপরিচালক আমজাদ হোসেন, নায়ক আলমগীর, অভিনেত্রী চম্পা, নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন, চিত্রনায়িকা জয়া আহসান।

রোববার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন হোটেলে ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে জুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।

জুরি বোর্ডের সদস্যদের নাম ঘোষণার পর মঞ্চে আসেন আলমগীর, চম্পা ও জয়া আহসান। যদিও সেখানে অনুপস্থিত ছিলেন আমজাদ হোসেন এবং আফজাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, রবিবার সন্ধ্যা থেকেই নতুন মুখ কার্যক্রম অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। যা উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

প্রসঙ্গত, নতুন মুখের সন্ধানে অ্যাপস ও নতুন মুখের সন্ধানে ওয়েব সাইড থেকে নিবন্ধন করা যাবে সোমবার (১৭ সেপ্টেম্বর) থেকে।

/এ আই

আলমগীর,চম্পা,জয়া আহসান,নতুন মুখের সন্ধানে,আফজাল হোসেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close