• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশে ফিরেছেন তামিম

প্রকাশ:  ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৫
স্পোর্টস ডেস্ক

বিমানবন্দরে উৎসুক জনতার ভিড়। ভিড়ের মধ্যে রয়েছেন সাংবাদিক থেকে শুরু করে বিমানবন্দরের নিরাপত্তারক্ষী ও লাউঞ্জের কর্মকর্তা কর্মচারীরাও।ঘড়ির কাটা তখন বিকেল ৫ টা বেজে ৩০ মিনিটের ঘরে। সবাই অপেক্ষা করছেন একজন বীরকে এক নজর দেখার জন্য। যিনি দু’দিন আগেই জীবন বাজি রেখে মাঠে নেমেছিলেন দেশের জন্য।

ঘড়ির কাটা যখন ৫ টা বেজে ৪৭ মিনিট তখনেই সবার অপেক্ষার অবসান হলো। ভিআইপি লাউঞ্জে বেরিয়ে এলেন লাল সবুজের সেই বীর তামিম ইকবাল খান।

সম্পর্কিত খবর

    মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) ভাঙা হাত নিয়ে এশিয়া কাপ থেকে ছিটকে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনার।

    তবে এদিনের তামিম ছিলেন অন্যরকম। বিষণ্ন। মুখের সেই হাসিটুুকু যেন কেউ কেড়ে ‍নিয়েছে।এমনটা হওয়াই স্বাভাবিক। কারণএশিয়া কাপের চলতি আসরটি শুরু হতে না হতেই শেষ হয়ে গেছে তার। দেড় মাসের মতো থাকতে হবে মাঠের বাইরে।

    এরপর স্লিংয়ে ঝুলানো হাত নিয়ে এলেন সাংবাদিকদের সামনে। পুরো ফ্লোর ভরে গেল টেলিভিশন ক্যামেরার আলোয় ভেসে গেল পুরো ফ্লোর। ফটো সাংবাদিকদের ক্লিকক্লিক শব্দই শোনা যাচ্ছিল বেশি। তবুও একটু হাসি এলো না তার মুখ থেকে।

    বিষন্ন মন নিয়ে বললেন স্বপ্ন ভেঙে যাওয়া হতাশার কথা। বললেন ইনজুরির কথা। তামিম বলেন, ‘এশিয়া কাপ নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু এভাবে প্রথম ম্যাচে ইনজুরি নিয়ে ফিরে আসা ভালো লাগার কথা নয়। অবশ্যই অনেক অনেক হতাশ। এমন একটা ইনজুরি, অনেক সময় নিয়ন্ত্রনের মধ্যে থাকে না। এখন উচিত যতদ্রুত সম্ভব সুস্থ হয়ে মাঠে ফিরে আসা।

    /রবিউল

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close