• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০৯ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৮
স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ, মুখোমুখি ভারত-পাকিস্তান। দুবাইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বির ম্যাচে টসে জিতেছে পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরফরাজ আহমেদের দল। দু’দল আজ তাদের ১৩০ নম্বর ম্যাচ খেলতে মাঠে নেমেছে।

এশিয়া কাপের এবারের আসরে উভয় দলই তাদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়েছে। তাই এ ম্যাচটি হবে গ্রুপ সেরা নির্বাচনী ম্যাচ। যে এ ম্যাচে জয় পাবে সে হবে গ্রুপ চ্যাম্পিয়ন। আর পরাজিত দল হবে রানার্সআপ।

এর আগের ১২৯টি ম্যাচে ৭৩টিতে জয় পেয়েছে পাকিস্তান ও ৫২টিতে জয় পেয়েছে ভারত। বাকি ৪টি ম্যাচের ফলাফল হয়নি। আর এশিয়া কাপের ইভেন্টে ১১টি ম্যাচে মুখোমুখি হয়েছে দু’দল। উভয় দলই পাঁচটি করে ম্যাচে জয় পেয়েছে। বাকি একটি ম্যাচে জয় পায়নি।

এশিয়া কাপের ১৪টি আসরের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তান চ্যাম্পিয়ন দুইবারের। তবে এ দু’দলের ম্যাচে আগেভাগে কিছু বলা মুশকিল। ভারতকে নিয়ে বাজি ধরলেও পাকিস্তানকে নিয়ে বাজি ধরতে চাবে না কেউই।

এর কারণ হিসেবে রয়েছে পাকিস্তানের আনপ্রেডিক্টেবলিটি। ক্রিকেট যতটা না আনপ্রেডিক্টেবল তার চেয়ে বেশি আনপ্রেডিক্টেবল পাকিস্তান। কারণ পাকিস্তান এই উড়ছে তো এই ধপাস করে মাটিতে ভূপাতিত। তবে নিজেদের দিনে পাকিস্তান কাউকেই তোয়াক্কা করে না এটা ক্রিকেট বিশ্ব ভাল করেই মানে।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, আসিফ আলী, শাদাব খান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, হাসান আলী ও উসমান খান।

ভারত একদাশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কাদের যাদব, পান্ডিয়া, ভুবেনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব।

পাকিস্তান,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close