• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কারামুক্তি পেলেন নওয়াজ শরিফ

প্রকাশ:  ২০ সেপ্টেম্বর ২০১৮, ০২:২০ | আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ০২:২৪
আন্তর্জাতিক ডেস্ক

দণ্ড স্থগিত করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এবং তার মেয়েকে মুক্ত ঘোষণা করেছে দেশটির এক উচ্চ আদালত। বুধবার ইসলামাবাদ হাই কোর্ট নওয়াজ শরীফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজের শাস্তি স্থগিত করে, তাদেরকে মুক্তি দেওয়ার নির্দেশ দেন।

এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা স্থগিত করে তাকে মুক্তির আদেশ দেন দেশটির একটি আদালত। এ আদেশের দুই মাস আগে গত জুলাইয়ে দুর্নীতির দায়ে ১০ বছরের সাজার দণ্ড হয় পাকিস্তানের সাবেক এ প্রধানমন্ত্রীর। কারাদণ্ডাদেশের বিপক্ষে আপিল আবেদনের পর এ রায় দেওয়া হয়। বরাবরই তারা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

নওয়াজ শরীফের আইনজীবি খাজা শরীফ হারিস এএফপি-কে জানিয়েছেন, আজ, ইসলামাবাদ হাই কোর্ট নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং জামাতা ক্যাপ্টেন সফদার-এর শাস্তি স্থগিত করেছেন এবং তাদেরকে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো পর্যন্ত জামিনের নির্দেশ দিয়েছেন।

এদিকে, দেশটির সাবেক মন্ত্রী আফসার ইকবাল উপস্থিত সাংবাদিকদের বলেন, আদালত আজ শাস্তি স্থগিত করেছেন, কারণ আগের সিদ্ধান্তটি প্রতিশোধের উপর ভিত্তি করে নেওয়া হয়েছিল।

গত সপ্তাহে মারা যান নওয়াজের স্ত্রী কুলসুম নওয়াজ। ওই সময় নওয়াজ ও তার মেয়েকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

নওয়াজ শরিফ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close