• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ভারতের কাছেও বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০১৮, ০০:৫০
স্পোর্টস ডেস্ক

রোহিত শর্মার অনবদ্য ব্যাটিংয়ে ভারতের কাছে বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৭৪ রানের টার্গেটে খেলতে নেমে ৮২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় এশিয়া কাপের হট ফেভারিট ভারত।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে ভারতীয় বোলারদের বোলিং তোপে মাত্র ১৭৩ রানেই থামে টাইগারদের ইনিংস।

১৭৪ রানের মামুলি রান তাড়ায় মোটেই তাড়াহুড়ো করেন নি ভারতীয় ব্যাটসম্যানরা। ওপেনিং জুটিতেই ৬১ রান যোগ করেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। ব্যক্তিগত ৪০ রানে সাকিব আল হাসানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ধাওয়ান ফিরে গেলে আম্বাতি রাইডুকে নিয়ে ৪৫ রানের জুটি গড়েন রোহিত শর্মা।

ভারতের ইনিংসের ২৪তম ওভারের শেষ বলে আম্বাতি রাইডুকে (১৩) উইকেটরক্ষক মুশফিকের ক্যাচের পরিণত করেন পেসার রুবেল হোসেন। ১০৬ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে ভারতের। এরপর ৩৭ বলে ৩৩ রান করা মহেন্দ্র সিং ধোনিকে মোহাম্মদ মিথুনের ক্যাচে পরিণত করেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু ততক্ষণে জয়ের একদম কাছাকাছি পৌঁছে গেছে ভারত (১৭০ রান)।

আগের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। আফগানদের করা ২৫৫ রানের জবাবে ১১৯ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। একদিন পর ফের ব্যাটিং ধস টাইগারদের। ভারতের বিপক্ষে প্রথম ১০ ওভারে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ দল। প্রাথমিক এই বিপর্যয়ের কারণে চ্য়ালেঞ্জিং স্কোর গড়তে পারেনি বাংলাদেশ।

ভারত,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close